আমার মাষ্টার্স পরীক্ষা সম্ভবত ৩০ মে ২০২২ তারিখে শেষ হয়। এর মাঝে আমি Marvel এর Doctor Strange এর সিনেমা দেখি। এই Doctor Strange এর প্যারালার ইউনিভার্স এর কনসেপ্ট এর উপর নির্মিত।
এখানে দেখানো হয় আমাদের পৃথিবীর মত আরো পৃথিবী আছে। সেখানেও নায়কের মত আরো নায়ক আছে। ভিলেনের মত আরো ভিলেন আছে। Doctor Strange এর সাথে স্পাইডার ম্যান মার্জ করে একটি গল্প বানিয়ে সিনেমা তৈরি করে।

যেখানে প্যারাসাল যত স্পাইডার ম্যান আছে সব এক স্থানে আনা হয়। এবং সিনেমা কনটিনিউ করা হয়।
এখন আসি আমার কথায়। আজ সারাদিন কারেন্ট ছিলো না। আর বৃষ্টি পড়তে ছিলো। আমিও মাল্টিভার্স নিয়ে চিন্তা করতে ছিলাম। যেখানে অন্য প্যারালার ইউনিবার্সে রিয়া আর আমি হয়তো সুখে বসবাস করছি। অন্য প্যারালার ইউনিবার্স এ একে ওপর কে না পেয়ে বিরহে কান্না করছি। দেবদাস ফিল্ম এর মত।
অন্য প্যারালার ইউনিবার্স এ রিয়া হয় তো জার্মান এর রাজ কুমারী। আমি ইংল্যান্ড এর রাজ কুমার। রিয়া কে কোন দৈত্য নিয়ে গিছে। আমি রিয়াকে উদ্ধার করি। এবং আমাদের বিয়ে হয়। আমরা সুখে শান্তি তে রাজত্ব করি।
আরেটি প্যারালার ইউনিবার্স এ রিয়া হচ্ছে চৌধুরি গ্রুপ অব ইন্ড্রাস্ট্রি মালিকের এক মাত্র মেয়ে। আমি কোন গরিব মেধাবী ছাত্র। ঢাকাইয়া ফিল্মে এ যা হয়।
যাই হউক। আষাঢ়ে গল্প।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




