
এবারের আদমশুমারিতে ছেলেদের সংখ্যা কম। মেয়েদের সংখ্যা বেশী। কিন্তু এই বারের আদম শুমারির গণনাতে আমার আপত্তি আছে। আমার এক বান্ধবী আছে। তার বাড়িতে গণনাকারী যায় নি।
আমার পরিচিত কম্পিউটার কম্পোজ, ফটোকপি এর দোকানের মালিক এর নাম গণনা করা হয়নি। সে বলেছে।
আমার ছোট ভাই। মেডিকেলে পড়ে। তাকে নিয়ে আম্মু বাসা ভাড়া করে থাকে। আম্মুর নাম আর ছোট ভাই এর নাম গণনা করা হয় নি। আমার আব্বুর পোস্টিং গাইবান্ধতে। আমার আব্বুর সরকারি কোয়াটার্রে কেউ গণানা করতে যায় নি।
এত মানুষ বাদ গেছে। তারপরেও এই হিসাব কে কিভাবে কমপ্লিট এবং পারফেক্ট মনে করবো?
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




