
২০০৭ সাল। তত্তাবধায়ক আমল। তখন জাতীয় পরিচয় পত্র হয়। ভোটার আইডি কার্ড হয়ে যায় জাতীয় পরিচয় পত্র। যাই হউক। ২০০৭ সালে আব্বু জয়পুরহাট চাকরি করিতেন। ছুটি না পাওয়ার কারনে জয়পুরহাটে ভোটার হয়েছিলেন।
এখন আমারা তো জয়পুরহাট নাই। আমাদের বাড়ি মুন্সিগঞ্জ এ। পরে ২০১৮ সালে আব্বু আর আম্মুর ভোটার মাইগ্রেশন আবেদন করলাম। ২ মাসেই আমার এই আবেদন কমপ্লিট হয়েছে। শুধু তাই না চাকরির কারনে যারা কর্মস্থলে ভোটার হয়েছিলেন তাদের কে নিজ এলাকায় ভোটার হবার জন্য অনুরোধ করছি। এই আবেদন ফরম ব্যাবহার করলে ভোটার মাইগ্রেশন করতে পারবেন।


পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাইলে এই QR Code স্ক্যান করুন।

আমার দুইজন বন্ধু এবং কয়েকজন এলাকাবাসী এবং একজন মামা কে কাজ করে দিয়েছিলাম। সবোর্চ্চ দুইমাসে কাজ কমপ্লিট হয়েছিলো।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



