
চাকরি না পেয়ে একজন যুবক সার্টিফিকেট ছিড়ে ফেললো। সোজা কথা। বাংলার বাপ মাদের একটাই শখ। ছেলে আমার সরকারি চাকরি করবে। সরকারি চাকরি পাওয়া কি এতই সোজা?
ওকে কিছু প্রশ্ন করবো।
ইংরেজীতে অনুবাদ করুন
আমি কুকুর কে গোস্ত খাওয়াই।
সে আম পাড়ে।
গরু গৃহপালিত প্রাণী।
হঠাৎ যদি শুনো প্রিয় মানু্ষের বিয়ে হয়ে গেছে, তাহলে কি করবেন?
এক কথায় প্রকাশ করুন।
০১। যে নারীর বিয়ে হয় না
০২। যে নারী নিজে স্বামী পছন্দ করে।
০৩। যে নারীর সাম্প্রতিক বিয়ে হয়েছে।
একটি ট্রেন প্রতি ঘন্টায় ৩০ কিমি বেগে চলে গন্তব্য স্থানে পৌছালো। ট্রেনটির গতিবেগ ২৭ কিলোমিটার হলে গন্তব্য স্থানে পৌছাতে ২০ মিনিট সময় বেশী লাগতো। পথের দূরত্ব নির্ণয় করুন।
সমকোনী ত্রিভুজ কাকে বলে?
যে বেডায় চাকরি না পাওয়ার জন্য সার্টিফিকেট ছিড়েছে, ঐ বেডায় কি এসব প্রশ্নের জবাব দিতে পারবে? বা কোন মাল্টিন্যাশনাল কম্পনি তে হিসাবরক্ষক, ম্যানেজার বা বিক্রয় প্রতিনিধি পদ সামলাতে পারবে? জাতি জানতে চায়।

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



