অস্তিত্বের আর্তচিৎকারে স্বপ্নভাঙ্গে
অতি সাধারণ একটা দিন শুরু হয়।
বাসের ঝুলন্ত মানুষগুলোর দিকে তাকিয়ে থাকি
বাঁচার প্রানপণ চেষ্টা, দ্রুত সামনে এগিয়ে যাবার চিন্তা...
মধ্যাহ্ন আসে বড় তপ্ত হয়ে,
বদমেজাজী বড় সাহেবের মতন,
তাকে শান্ত করতে করতে সন্ধ্যা।
রাত্রিটা খুবই অদ্ভুত
শান্ত, স্তব্ধতার চাদরে মোড়া চারিদিক।
জেগে থাকি অপলক,স্মৃতি হাতড়াই,
কখনো নিজেকে অভিশাপ দিই,আবার তোমাকেও।
ঘুমের দেশে যাই, পাশবালিশ জড়িয়ে
যেন তুমি- তোমার তপ্ত দেহ ।
স্বপ্ন আসে?
না স্বপ্ন নয় দুঃস্বপ্ন;
ঘোরের মাঝে রাত কেটে যায়।
অস্তিত্বের আর্তচিৎকারে স্বপ্নভাঙ্গে
অতি সাধারণ একটা দিন শুরু হয়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



