ভুলে থাকার কত চেষ্টাই তো করি
অথচ ভুলে থাকা যাচ্ছে না,
কেন জানি না বারে বারে মনে আসে
ব্যাথাতুর হই, কিংবা রোমাঞ্চিত|
যে অগ্নিপরীক্ষার মধ্যদিয়ে আমার দিনাতিপাত
তার সম্পর্কেই বা কতটুকু জানি আমি?
কোথায় তার শুরু, কোথায় অন্ত
শুধু বর্তমানটাই আমার জানা ছিল
তাও মাত্র অনুপলে দেখা|
যে অমারাত্রি পার করে
আমি গন্তব্যে পৌঁছুতে চাই,
তার ত্রিপ্রহরে এসে
পথ ভুলেছি|
বিমর্ষ আমি যখন ঘুরে দাঁড়ালাম
তাকিয়ে দেখলাম আমার প্রতিচ্ছবি
ফেলে আসা রাতের দিকে তাকিয়ে,
ভুলগুলো আমার যেন ভেংচাচ্ছিল
দীর্ঘশ্বাস ফেলে,নিরবে আলো জ্বেলে
পথের সন্ধানে আবার আমি ...|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



