সময় সীসার মত ভারী হয়ে আসে আমাদের শহরে ।
আমরা কতিপয় , ভীরু নাগরিক সকলের চোখ এড়িয়ে পৌছে যেতে থাকি নগরের শেষ প্রান্তে । কোথাও কোথাও অবশ্য কঠোর প্রহরা বসানো, কিন্তু আমরা সাবধানতার কোন ক্রুটি রাখিনি ।
মাঝখানে অবশ্য অনাহুত কোন গর্তে পা বাঁধিয়ে বসে আমাদের একজন , আমরা সহসা তার গলা চেপে ধরি , যেন কোন শব্দ আমাদের উদ্দেশ্যে বাধা না দিতে পারে , প্রথমে সে বাধাদানের চেষ্টা চালালেও ক্রমশ নিস্তেজ হয়ে আসে তার ক্ষুদ্র দেহ ... একসময় সে চিৎকার করার সব ক্ষমতা হারিয়ে ফেলে চিরদিনের জন্য ।
স্বস্তির নিঃশ্বাস ফেলি আমরা , কোন বিদেশী শব্দ বড় বেশি অনাহূত আর বিপদজনক আমাদের জন্য .... আমাদের হাতে সময়ও আর বেশি নেই , কেউ কিছু বুঝে ওঠার আগেই আমাদের পৌছাতে হবে নগরের শেষ ফটকটিতে ।
আমরা সাবধানে একসময় পৌছে যাই নগরের শেষ প্রান্তে , আমাদের মাঝে বিপুল উত্তেজনা কাজ করে ..... ছোট্ট শিশুর মত আমরা উৎফুল্ল হয়ে উঠি ..... আমাদের জীবনের মাহেন্দ্রক্ষণে আমরা এসে পৌছেছি ।
হঠাৎ 'মট' শব্দে সচকিত হয়ে উঠি আমরা , একজনের পায়ের নিচে পড়ে একটা শুকনো ডাল ভেঙে যায় -- বোকার মত সে তাকিয়ে থাকে আমাদের দিকে , আর আমরা ক্রমশ এগিয়ে যাই , আমাদের বিকৃত চেহারায় খেলা করে আজন্ম ক্রোধ ।
আমরা হাতের নোংরা কাজ খুব দ্রুত শেষ করে ফেলি , হাতে সময় বেশি নেই ।
আমার বাহু জড়িয়ে ধরে পাশের জন উত্তেজনায় , আমি সরিয়ে দিই তার হাত , খুঁজতে থাকি নগর দেয়ালের পাশে খোড়া সুরঙ্গটির অবস্থান , একসময় পেয়ে যাই অন্ধকার প্রকোষ্ঠটির দেখা , আমাদের চোখগুলো নতুন পয়সার মত চকচক করে ওঠে লোভে ।
হঠাৎ দূরে কোথাও সাইরেন বাজতে শোনা যায় , পায়ের আওয়াজ পাওয়া যায় প্রহরীদের , আমরা সাবধানে একে অন্যকে জড়িয়ে ধরি কাপড়ের মত ....আমরা মুখ চেপে ধরে রাখি প্রাণপণে , যাতে কোন আগন্তুক শব্দ এসে আমাদের আক্রমণ না করতে পারে ।
এরপর একসময় সব কোলাহল থেমে যায় , শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ ব্যতীত আর কোন শব্দ পাওয়া যায় না । আমরা তখন দু'হাতের নখ দিয়ে সরাতে থাকি অন্ধকার .... আমাদের নখগুলো ভেঙে যায় ; ঝরঝর করে লাল তাজা রক্তে ভিজে যায় কবজিগুলো , তবুও আমাদের প্রত্যাশার কাছে পরাজিত হয় সবকিছু ।
আমরা ভাবতে থাকি , হয়তো কখনোই শেষ হবে না এই অন্ধকার ।
একচুল আলো এসে পড়ে আমাদের লাল , রক্তাত্ত হাতে .... পরক্ষণে আমাদের চোখে পড়ে আর এক খন্ড আলো ..... আর এক টুকরো ............................
আমাদের চোখ বেয়ে আনন্দের অশ্রু বেয়ে পদে , আমরা কৃতজ্ঞতা জানাই অদৃশ্যের প্রতি ............... একের পর এক আলোক রশ্মিতে ভরে যায় আমাদের চারপাশ .....লাল , সবুজ , নীল ... বেগুনী আলোতে ভরে ওঠে আমাদের মুঠোগুলো ।
আমরা প্রাণপণে চিৎকার করে উঠি , আমাদের সবটুকু সঞ্চিত বাতাস বেরিয়ে যায় ফুসফুস থেকে , আমরা পরোয়া করি না .......... আমরা আকাশের দিকে বাড়িয়ে দিই আমাদের দুটি হাত । আমরা কতোদিন বঞ্চিত ছিলাম এ ভালোবাসা থেকে ।
নরম , উষ্ণ রোদে ক্রমশ ভরে যায় আমাদের চারপাশ । আনন্দে আত্নহারা হয়ে আমরা নাচতে থাকি শিশুর মত ।
আমাদের শরীর ক্রমশ গলতে শুরূ করে , কাদা মাটির মত ক্রমশ গলতে থাকে , আমাদের অঙ্গগুলো ... ধীরে ধীরে মাটির সাথে মিশে যেতে থাকে আমাদের দেহ । আমরা পরোয়া করি না। এক অপার্থিব আলোর দিকে চেয়ে চোখ বন্ধ হয়ে আসে আমাদের ।
একসময় শুধু সকালটা ছাড়া আর কিছুই থাকে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




