দুহাত বাড়িয়ে ধরো থরোথরো মেঘদূত , দীঘল দীর্ঘশ্বাস ,
তোমার ঠোঁটে বুনন করো রক্তগোলাপ , করোটিতে
মাতো উৎসবে , ভুলে যাও , কখনো মানুষ ছিলে।
আজ তুমি গর্বিনী রাজহাঁস , আজ তুমি অপ্সরা বেহুলা ,
তোমার নুপূর আজ কারো স্বপ্ন হয়ে কবিতার মতো বাজবে ,
তোমার মুদ্রায় ঝরে পড়বে পৃথিবীর যত দুঃখবিন্দু
নেচে যা্ও , মানুষের বুকে বুনে দাও দহনক্লান্ত আর্তিবিন্দু ।
তোমার রক্তজমা পদতলে জমা পড়ুক প্রেমিকের অর্ঘ্য ,
তোমার চিবুকের তিলে তিলোত্তমা হোক নষ্ট নগরী ,
কেউ না বাজাক বাঁশি , নাইবা তোমার কষ্টে কাঁদুক কোন ডাহুক .....
রাত্রিশেষে মুদ্রার টংকারে টংকারে , যাপিত আঙ্গুলের পাপে ,
পরিশুদ্ধ হোক ধরনীর সুশীলসমাজ ।
নেচে চলো , মেয়ে ; পয়সা পাবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




