মোমবাতির মত চোখগুলো আমায় অন্ধকারে পথ দেখায় ।
লাল জিহবা চাটে শ্বাপদের দল , বাতাসে নাক গুজেঁ , খোঁজে ,
আমার জন্য বরাদ্দ শেষবিন্দু অক্সিজেনের বুদ্বুদ । আমি
দেয়ালে দেয়ালে নিজের ছায়া দেখি , দেখি পাখিদের বেড়ে ওঠা ,
নখরে নখরে নিজেদের অস্তিত্বের শ্লোগান , মুখর কোন মাঠ ।
প্রিয় ক্যাকটাসবৃন্দ , আমি আপনাদের কোন গোলাপের প্রলাপ শোনাতে
অথবা আপনাদের মস্তিষ্কে কোন সাম্যবাদের তলোয়ার নিয়ে আসিনি।
কারো নপুংশক চোখের কাজল হয়ে জ্বলবার আকাঙ্ক্ষা আমার নেই ;
সুতরাং বুঝতেই পারছেন , এখুনি পুঁথি গুছিয়ে ফেলুন , মাটিতে
এখুনি আপনাদের নামাযে জানাজা অনুষ্ঠিত হবে প্রান্তরে ।
কোন সুগন্ধী , কোন ভালোবাসা প্রয়োজন নেই ,
আমি এ্যাপোলো নই , আমি সেই হতভাগ্য ইডিপাস -
সেই পথভোলা কিশোর , সেই পালতোলা খোলা রাইফেল ...
আমি আগুনের মত দাউদাউ কোন নষ্ট সমাজতন্ত্রের শেষ লাল পতাকা ।
তোমরা যখন সফেন সুখ বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ো ,
আমি খুব ধীরে তোমাদের দিকে আসতে থাকি , অন্ধকারে .....
মোমবাতির মত চোখগুলো আমায় পথ দেখায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




