গত বছর এইদিনে কেট্রিনা নাচ দেখায় গেল, এবার নাকি এয়ারটেল বিদ্যার সাথে এই দিন সারা রাত মস্তির ব্যাবস্তা করছে, কিছুই বুঝতাছিনা।
তবে বুঝতেছি আমরা বড়ই আনন্দে আছি। আমাদের কেও কেও আনন্দে দিশেহারা হয়ে আত্বহত্যাও করেছে। আমার বাড়ির পাশের ই এক-লোক শেয়ার বাজারে তার সব টাকা দান করার আনন্দে আত্বহারা হয়ে আত্বহত্যা করল, আরে এইদিন না দেশ সেনাশত্রু মুক্ত হল, যার ফলে ভাষার মাসে এপার -ওপার বাংলার মিলন(কন্ডম্বিহীন) আরো মধুনময় হবার সুযোগ তৈরি হল।
তাইতো দেখি,মধুর মিলনের উদ্দেশ্যে আমাদের এখনি লেংটা করা হয়, বিদ্যা, কেত্রিনাদের দের নায়লে আমরা কাজে লাগাবো কেম্নে।
আসুন ২৪ ফেব্রুয়ারী মহাসমারোহে পালন করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



