নাস্তিক/শিয়া/জামাত/হেফাজত/বেহরলভি/ভাড়ে ব্লগ আতঙ্কিত
নাস্তিক রা প্রায় দুইটা মাস শাহবাগে আতঙ্ক ছড়িয়া এখন কয়েক ভাগে বিভক্ত, তারা যেভাবে নিজেদের মধ্য কামড়া কামড়ি করছে তাতে এখন নিজেরাই আতঙ্কিত।
শিয়ারা তো সব সময় আন্তর্জাতিকভাবে আতঙ্ক। আমেরিকারে ইরাকে আমন্ত্রন জানাইয়া ইরাকের প্রায় ১২ লক্ষ মেরে গোটা মধ্য প্রাচ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে তারা এখন এই ব্লগে গোটা মুসলিম উম্মাকে থ্রেট এর উপর রাখছে।
জামাতের এক নেতার মৃত্যু দন্ডের নামে সারা বাংলাদেশে যে আতঙ্ক ছড়িয়েছিল তা মানুষ এখন ভুলে যায় নাই।
হেফাজত মতিঝিলে শান্তিপূর্ন সমাবেশ করেছে ভাল কথা । কিন্তু ব্যাক গ্রাউন্ডে কি তারা সরকার উতখাতের ঘুটি হিসেবে কাজ করতে চায় নি। তারই পরিপ্রক্ষিতে ক্রাকডাউন আর আতঙ্ক ছড়িয়ে পরে সারা দেশে।
আর ইসলামের নাম করে বেহরলভি রা গত দিনে দেখিয়ে দিল তার ইহুদী নাসারেদের থেকে কোন অংশে পিছন নয়।
সুতরাং সাধু সাবধান...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




