❂ -লঞ্চ ডুবলে আমরা মরি।
❂ -গার্মেন্টস ধসে আমরা মরি।
❂ -গার্মেন্টসে পুড়ে আমরা মরি।
❂ -ব্রীজের গার্ডার ধসে আমরা মরি।
❂ -পুলিশের গুলিতে আমরা মরি।
❂ -RABএর হাতে আমরা মরি।
❂ -ভোট কেন্দ্রে আমরা মরি।
❂ -রোড এক্সিডেন্টে আমরা মরি।
❂ -অভাব কষ্টে আমরা মরি।
❖ সব কিছুতেই আমরাই এই সস্তা দামের মানুষ গুলোই মরি। দামী মন্ত্রী-এমপিরা আমাদেরকে মানুষই মনে করেনা।
❖ তাদের কাছে আমরা -মাল।
আল্লাহর মাল আল্লাহয় নিয়ে গেছে, তাই শোক প্রকাশ করে একটি বিবৃতি দিলেই তাদের দায়িত্ব শেষ।
❖ চারিদিকে আমরাই মরছি। কিন্তু যাদের কারণে মরছি, যাদের অবহেলায় মরছি তাদের কোনো বিচার হয়না।
❖ তারা আমাদের লাশের উপর যুগ যুগ ধরে বেঁচে থাকে। আর আমরা এই হতভাগারা আমাদের পঁচা লাশটাও খুঁজে পাইনা কবর দেওয়ার জন্য।
সুত্রঃ অনলাইন বাংলা লাইব্রেরী ।। Bangla Library

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




