somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার বিএনপির নিবন্ধনও বাতিল হতে যাচ্ছে !

২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির নিবন্ধন বাতিলের শঙ্কা দেখা দিয়েছে। সেই সাথে আরও ২৭টি রাজনৈতিক দল নিবন্ধন হারাতে পারে। সিপিবি, গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশসহ ২৮টি রাজনৈতিক দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে। কারণ পরপর দুইবার জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত থাকলে আইন অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধন থাকে না।

কোনো কারণে যদি তারা নির্বাচনে অংশ না নেয়, তাহলে রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন বাতিল হতে পারে। ওই ২৮টি দল বিগত দশম সংসদ নির্বাচনে অংশ নেয়নি। ফলে নিবন্ধন রক্ষা করতে হলে আগামী নির্বাচনে তাদের অংশ নিতেই হবে। ২০০৮ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ সংশোধন করে কোন দল পরপর দুইবার নির্বাচনে অংশ না নিলে তাদের নিবন্ধনের অযোগ্য ঘোষণার বিধান সংযোজন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবদুল মোবারক বলেন, যে সব রাজনৈতিক দল বিগত সংসদ নির্বাচনে অংশ নেয়নি সেইসব দলকে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। নতুবা আইনানুযায়ী ওইসব রাজনৈতিক দলের নিবন্ধন আপনা-আপনি বাতিল হবে। গণপ্রতিনিধিত্ব আদেশে স্পষ্ট করে উল্লেখ রয়েছে, পরপর দুইবার নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন থাকবে না।

গণপ্রতিনিধিত্ব আদেশের (৯০এইচ)(১) দফায় রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের এ নির্দেশনা রয়েছে। ওই দফার (ই) উপ-দফায় উল্লেখ রয়েছে, কোন নিবন্ধিত রাজনৈতিক দল পর পর দু’টি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধন বাতিল হবে। তবে তাদের নিবন্ধন বাতিলের আগে ওই দলগুলোর বক্তব্য শুনতে হবে নির্বাচন কমিশনকে। (৯০এইচ)(২) দফায় এই বিধান সংযোজন করা হয়েছে।

এছাড়া উল্লেখ রয়েছে, শর্ত থাকে যে দফা (১)-এর (সি), (ডি) ও (ই)’র অধীন নিবন্ধন বাতিলের পূর্বে কমিশন নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে শুনানির সুযোগ প্রদান করবে। তবে আইন বিশেষজ্ঞরা মনে করেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (৯০এইচ)-এর (১) ও (২) দফা পরস্পরবিরোধী। কেননা আরপিওতে যেখানে স্পষ্ট করে উল্লেখ আছে পরপর দু’বার নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধনের অযোগ্য হবে, সেখানে নির্বাচনে অংশ না নেয়ার যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকলেও নিবন্ধন বহাল রাখার কোন সুযোগ আইনে নেই।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম আসাদুজ্জামান বলেন, শুনানির বিষয়টি অপ্রাসঙ্গিক। ফলাফল যেখানে আইনে নির্ধারিত, সেখানে শুনানির প্রয়োজন কি? আইনের এই অস্পষ্টতা অনেক সময় জটিলতা তৈরি করে। এ কারণে কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হলে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়াতে পারে।

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে নির্বাচন কমিশনে ৪১টি রাজনৈতিক দল নিবন্ধিত। ওই দলগুলোর মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৮টি দল অংশ গ্রহণ করেনি।

এগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস্ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, প্রগতিশীল গণতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। এর বাইরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন হাইকোর্টের রায়ে অবৈধ ঘোষিত হয়েছে। ফলে এ দলটির ওই রায় বহাল থাকা পর্যন্ত নির্বাচন করারই সুযোগ নেই।

গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩শ আসনের মধ্যে ১৪৭টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৫৩ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ১২টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, গণফ্রন্ট, বাংলাদেশ খেলাফত মজলিস এবং গণতন্ত্রী পার্টি।

বিষয়টি সম্পর্কে নির্বাচন কমিশন সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সে সময় নিবন্ধিত ৩৮টি দলের সবগুলোই অংশ নিয়েছিল। সে কারণে ওইসব দলের মধ্যে যেসব দল ১০ম জাতীয় সংসদে অংশ নেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ বর্তমানে নির্বাচন কমিশনের নেই। তবে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে যে ২৮টি দল অংশ নেয়নি, সেসব দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ না নিলে তাদের নিবন্ধন বাতিল হতে পারে। তবে এ সম্পর্কে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে দলগুলো উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবে।

রাজনৈতিক কারণে বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ইতিহাস রয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের। দেশে এ পর্যন্ত দশটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। তবে পরপর দু’বার কোন সংসদ নির্বাচন থেকে বিরত থাকেনি এসব রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারের যে ইস্যুতে বিএনপির নেতৃত্বাধীন জোট দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল, একই ইস্যু বর্তমানেও বিদ্যমান রয়েছে। অন্যদিকে শাসক দলও সংবিধানের কাঠামোর বাইরে গিয়ে সমঝোতায় অংশ নিবে না। ফলে কি প্রক্রিয়ায় বিএনপির নেতৃত্বাধীন জোট নির্বাচনে অংশ নিবে তার মীমাংসা ভবিষ্যতের হাতে।

সুত্রঃ এমটিনিউজ২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। ঋণ মুক্তির দোয়া

লিখেছেন শাহ আজিজ, ১৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৪৯



একদিন রসুল সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম মসজিদে নববিতে প্রবেশ করে আনসারি একজন লোককে দেখতে পেলেন, যার নাম আবু উমামা। রসুল সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘আবু উমামা! ব্যাপার... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো রাফসান দি ছোট ভাই

লিখেছেন আবদুর রব শরীফ, ১৭ ই মে, ২০২৪ দুপুর ২:৩৮

রাফসানের বাবার ঋণ খেলাপির পোস্ট আমিও শেয়ার করেছি । কথা হলো এমন শত ঋণ খেলাপির কথা আমরা জানি না । ভাইরাল হয় না । হয়েছে মূলতো রাফসানের কারণে । কারণ... ...বাকিটুকু পড়ুন

কুমীরের কাছে শিয়ালের আলু ও ধান চাষের গল্প।

লিখেছেন সোনাগাজী, ১৭ ই মে, ২০২৪ বিকাল ৩:৪০



ইহা নিউইয়র্কের ১জন মোটামুটি বড় বাংগালী ব্যবসায়ীর নিজমুখে বলা কাহিনী। আমি উনাকে ঘনিষ্টভাবে জানতাম; উনি ইমোশানেল হয়ে মাঝেমাঝে নিজকে নিয়ে ও নিজের পরিবারকে নিয়ে রূপকথা বলে... ...বাকিটুকু পড়ুন

সভ্য জাপানীদের তিমি শিকার!!

লিখেছেন শেরজা তপন, ১৭ ই মে, ২০২৪ রাত ৯:০৫

~ স্পার্ম হোয়েল
প্রথমে আমরা এই নীল গ্রহের অন্যতম বৃহৎ স্তন্যপায়ী প্রাণীটির এই ভিডিওটা একটু দেখে আসি;
হাম্পব্যাক হোয়েল'স
ধারনা করা হয় যে, বিগত শতাব্দীতে সারা পৃথিবীতে মানুষ প্রায় ৩ মিলিয়ন... ...বাকিটুকু পড়ুন

যে ভ্রমণটি ইতিহাস হয়ে আছে

লিখেছেন কাছের-মানুষ, ১৮ ই মে, ২০২৪ রাত ১:০৮

ঘটনাটি বেশ পুরনো। কোরিয়া থেকে পড়াশুনা শেষ করে দেশে ফিরেছি খুব বেশী দিন হয়নি! আমি অবিবাহিত থেকে উজ্জীবিত (বিবাহিত) হয়েছি সবে, দেশে থিতু হবার চেষ্টা করছি। হঠাৎ মুঠোফোনটা বেশ কিছুক্ষণ... ...বাকিটুকু পড়ুন

×