Neel Sadhu সম্পাদিত
*** "মেঘফুল" ***
সুন্দর একটি নাম,গতকাল আমাকে এক কাছের ছোট বোন #মুন এই মেঘফুলের একটি সুন্দর অর্থ ও বের করে দিয়েছে ...
শরতের আকাশ ভীষণ নীল থাকে, তবে একদম মেঘমুক্ত নয়। নীল আকাশের মাঝে সাদা সাদা মেঘ, যেন মেঘের ফুল_"মেঘফুল"
অসাধারন কিছু লেখক দের লেখা একসাথে করা হয়েছে এই এক রঙ্গা এক ঘুড়ি "Ek Ronga Ek Ghuri :: এক রঙ্গা এক ঘুড়ি" প্রকাশনা এর ত্রৈমাসিক সাহিত্য পত্রিকায়।
তার মধ্যে সবচেয়ে ফালতু লেখক হিসেবে সব চেয়ে ফালতু যেই লিখাটি সেটি আমার। আমার লেখা "বিষাদ" নামে ছোট্ট একটি গল্প স্থান পেয়েছে এই সাহিত্য পত্রিকায়। এত ভালো ভালো লেখক দের মাঝে আমার লেখাও আছে এই নিয়ে আমি গর্ব করব কি ... ভীষণ লজ্জিত।
আমাকে এই সাহিত্য জগতে যেই মানুষ টি টেনে এনেছিলেন তিনি হলে বিশিষ্ট কথা সাহিত্যিক Fatema Abedin Nazla ।
তার অনুপ্রেরনা ছাড়া আমার এতদুর আসা কোন ভাবেই সম্ভব হতোনা।
যেই মানুষ টিকে ফলো করে আমি লিখি, যেই মানুষ টি আমার উপাস্য প্রতিমা, সেই নাজলা আপুর লেখাও এই বইতে আছে, আমার জীবনে আর কিছু চাওয়ার নেই
অসাধারন এই বইটি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন সম্পাদক নীলদা'র সাথে
এভাবে দেশের যে কোন প্রান্ত থেকে "মেঘফুল" সংগ্রহ করা যাবে। কুরিয়ার খরচ Ek Ronga Ek Ghuri :: এক রঙ্গা এক ঘুড়ি বহন করবে। প্রতি সংখ্যার মূল্য ৫০ টাকা। এক সাথে নুন্যতম ৪ কপির অর্ডার নেয়া হয়। এই প্রক্রিয়ায় আপনি সংগ্রহ করতে পারেন "এক রঙ্গা এক ঘুড়ি" প্রকাশিত সকল বই।
ধন্যবাদ।
'ঘুড়ি'র বিকাশ নম্বরঃ 01711310476 [এই নাম্বারে টাকা পাঠিয়ে বার্তা বা SMS করে আমাদের জানাতে হবে]
পরিশেষে "এক রঙা এক ঘুড়ি" এর জন্য রইলো শুভ কামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


