যেভাবেই ভাঙো আমায়,
আমার আকাশ জুড়ে মনবান্ধ্যা তাবিজ।
বাজ-পোড়া তরু আমি;
জোনাকিদের নিভিয়ে দেই ইশারায়।
যেভাবেই ছোবল দাও;
অন্ধকার স্বপ্নহীন ক্লেদে আমি_
কখনোই নীলবর্ণ ধারন করিনা।
শুধু তোমার বুকের আঁচল যখন খসে,
ভেঙ্গে যাই আমি বাসন্ত দোহনে।
যেভাবেই কাঁদাতে চাও,
আমি ক্রোধহীন সাপের মত; হাইবারনেটে-
আর আমার নীল দেহ জুড়ে শীতলতা।
যেভাবেই পোড়াতে চাও,
জ্যামিতি তে কাঁচা হয়েও; বৃত্ত আঁকি-
চারপাশ জুড়ে গাড় বৃষ্টি জলে।
শুধু তোমার উন্মোচিত উরু আর নাভিমুলের ডাকে-
বারুদের মত জ্বলি আমি প্রত্যহ রোমকূপে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


