বিধবা হলুদ রোদ পরে থাকে উঠোনে, অবহেলায়
বিকেলগুলো এখন অনেক বেশি ব্যস্ত
অট্টালিকার ভীড়ে এখানে সূর্য ডোবার বহু আগেই সন্ধ্যা নামে
আকাশটা আর আগের মত নীল দেখা্য না
সবুজটাও অনেক বেশি ফেকাশে
রাত মানেই আর অন্ধকার না
ভোর আসে রাজ্জ্যের ক্লান্তি নিয়ে
নিশ্বাসে বুক ভরে না আহত কবির
পাখি হওয়ার স্বাদ নিতে ভূলে গ্যাছে মন
ভালোবাসা রাজপথের বেওয়ারিশ উলঙ্গ লাশ
অনেক পথ আর তার মাঝে দ্বীধান্বিত মানবতা
জীবনের হিসেবটা ক্রমশই দানবীয়
মনের ঘর জুড়ে যারজ স্মৃতিদের হাহাকার
মৃত্যুর প্রতি আদিম ভয়ই বেচে থাকার এক মাত্র প্রেরণা এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



