তুমি খেয়াল করেছো কি আজ....সূর্যটা বহুদিন পর ছুটিতে
আর ভীষন....কৃপণ....মেঘগুলো....সব ভুলে উদার
বুড়ো বুড়ো গাছগুলো ভিজছে....বর্ষায়
বোকা বোকা....মানুষগুলো শুধু লুকিয়ে আছে....ঘরের কোনে....ভিজে যাবার ভয়ে
উচু অনেক উচু দালানগুলো কাধছে আজ....সব ভূলে
রাস্তায় জমা পানির মাঝে শৈশবের সুখ
শেষ বিকেলে....আকাশট....রংধনুতে রাঙ্গা....(নবধূর মত) লাজুক
আর বোকা বোকা মানুষগুলো ঘরে ফেরে....কাদা পায়ে মেখে
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



