হেরে গেছি বুঝে ওঠার বহু আগেই
আর এখন হারিয়ে যাওয়ার সময়
আমার উপস্থীতি জানান দেওয়ার জন্য যে চিৎকার
সেও আজ বৃদ্ধ
এক এক করে সব স্বপ্নগুলোর আত্মহনণ
বলার কিছুই নেই
পরাজয়ের ক্লান্তি আর হতাশার দীর্ঘশ্বাস
ক্ষত থেকে আহত, এখন পঙ্গু
উল্লাস অথবা শোক....সবই পাথরের নীরবতায়
ভূলগুলো এখন অনেক বড় বড়
খেয়ালগুলো আর প্রশ্রয় পায় না
সময় সন্ধি করেনি কখনওই
উদ্দেশ্যে পৌছার পর শুন্যতা
সাদা-কালো আজ হলদে
ভালোবাসা এখন তুমি অন্যের
আর চেনা মুখগুলো নিখোঁজ
খোঁজ শেষ হয়নি তবে ইচ্ছারা আজ সর্বশান্ত
পাঁজরের মাঝে তবু হাস-ফাস করছে কিছু একটা
দুঃখিত, এখন আমি অনেক বেশী ক্লান্ত
আর এটাও খুব ভালো করেই জানি
আমার এ ক্লান্তি ভাঙ্গবে না ঘুমে
মৃত্যুই হয়তো একমাত্র মুক্তি
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



