আমি জানি তোমার সাথে দেখা হবে বড় বেশী অসময়ে
যখন উদভ্রান্ত শ্বাপদ হয়ে তাড়া করবে জীবন
হাত-পা দিয়ে গজাবে সভ্যতার শেকড়
বন্ধনের বাধন গলা জড়িয়ে ঝুলিয়ে রাখবে শূন্যে আমায়
মস্তিষ্কের বন্ধ ঘরে স্বপ্নের স্তূপ ছাড়পত্রের অপেক্ষায় বৃদ্ধ হবে
কল্পনাগুলোও আর দুঃসাহস করার সাহস করবে না
আশারা তাই শীতনিদ্রায় থাকবে সমাধীতে
ব্যবধান তখন অনেক বেশী তীব্র
আক্ষেপ আর ক্ষোভ হবে ক্ষণস্হায়ী
শোকের সাগরের গভীরতা শুধু বারবে আরেকটু
চোখের পেছনে লুকাতে পারবো না হয়তো সেদিন
কিন্তু দেখার মত কেও থাকবে বলেও মনে হ্য় না
আমি জানি আমার ইচ্ছা করবে না ওখান থেকে নড়তে
সময়ই আমাকে গতি দিবে (বিপরীত দিকে) আর বয়স বাধা
তাই তোমার প্রয়োজনটাকে প্রশ্রয় দেয়া হবে না আরও একবার
ভীড়ের মাঝে মিলিয়ে যাবে সব সম্ভাবনা, অজানা ও অচেনা তুমি
বোকার মত তাকিয়ে থাকবো হয়তো
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



