বি এন পি র যাকেই কোন প্রশ্ন করা হয় কেউ সরাসরি কিছু বলেন না। ঘুরায় প্যাঁচায় কোথাকার জিনিস কোথায় নিয়ে যান তারাই ভালো জানেন।
কালকে ও ৭১ টিভিতে একাত্তর মঞ্চ অনুস্টানে খালেদা জিয়ার উপদেস্ষ্টা কে জিজ্ঞেস করা হলো খালেদা জিয়ার আজকের বক্তব্যে বি এন পি র অবস্তান কোথায়? ভদ্রলোক ঘুরায় প্যাঁচায় অনেক কথা বললেন, উনারা যুদ্ধাপরাধিদের বিচার সমর্থন করেন, আবার ৫ তারিখের এই বিচারের বিপক্ষে হরতাল ও ডাকলেন। এক পর্যায় প্রেম-ভালবাসার কথাও বললেন, তাহলে কি এদেশের মানুষ ধরে নিবে বি এন পি র সব ভালবাসা রাজাকার, যুদ্ধ অপরাধী সংগঠন জামাত-শিবির, এদের প্রতি??? দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, নতুন প্রজন্মের প্রতি, গনজাগরনের প্রতি, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি কি তাদের কোন প্রেম-ভালবাসা নেই, কোন দায়িত্ব বোধ নেই???
এইসব মিথ্যাচার আর কতদিন?? এ দেশের মানুষ, এই নতুন প্রজন্ম মূর্খ না।
আজকে দেশে যে সহিংস অবস্তা বিরাজ করছে, জামাত-শিবির যে সহিংসতার পথ অবলম্ন্বন করেছে , বি এন পি র উচিত রাজনৈতিক কাদা ছুড়াছুড়ি না করে অবিলম্বে এর বিরুদ্ধে অবস্তান নেয়া এবং এ দেশের মানুষের সাথে একাত্ম হয়ে এর বিরুদ্ধে প্রতিরুধে অংশ নেয়া।
আগে দেশ, সার্বভৌমত্ব, দেশের মানুষ, তারপর রাজনীতি।
জয় বাংলা ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






