আমার যে সমস্যা আছে সেটা যদি আমি আগে ভাগেই নক- আউট করে দেই, তাহলে কিন্তু সমস্যা সমাধানে বিন্দু মাত্র অগ্রগতি হবে না। আর সমাধান না হলে পুনঃরাবৃত্তি স্বাভাবিক ঘটনা।
বাংলাদেশের নীতিনির্ধারকরা ঠিক সেই কাজটাই করে নিজেকে বা দলকে ধোয়া তুলসিপাতা বানানোর জন্য। তারা আসলে ঘটনা না বুঝেই/শুনেই আগে সেটা তাদের বা তাদের কারোর বা এ দেশের ঘটনা না বলে গলা চেপে মুখে জন্মের মতো সাধু হয়ে যায়।
ফলে কি দাঁড়ায় প্রতি বছর প্রশ্ন_ফাঁস হতে থাকে, আইএস না থাকলেও পরিকল্পনা করতে শুরু করে, ১০ হাজার টাকার চাকরির জন্য ১০ লাখ টাকা ঘুস দেওয়ার জন্য জমি বিক্রি করে (নামে ইসলাম তাদের প্রাণ), মিনা ভাঙ্গে সে দেশে গ্রেপ্তার হয় আমাদের দেশে, সুবিধা বঞ্চিতদের নিজের সময় ব্যয় করে আলো দেখাতে এসে সে শিশুপাচারকারী হয়ে যায়... এরকম হাজারও ঘটনা প্রতিনিয়ত চোখের সামনে ঘটে চলেছে-
কি কারনে জানেন?
শুভঙ্কর দা এক বাক্যে সমস্যা না শুনে এ দেশকে জান্নাতের মতো পবিত্র বানিয়ে ফেলছে বলে!!
এখনও সময় আছে; মধ্যপ্রাচ্যের মতো দেশ আমাদেরও হোক সেটা আমরা চাই না।
যাইহোক সেটা দেশের জন্য কল্যাণকর হবে এটা আমাদের সকলের চাওয়া।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



