তারপরেও মানুষগুলো উল্টো কথা কয়
ভাবনাগুলো সমিল বলেই ছাগুরামের পসার
তারবেলাতেই মডুসীতার হাতগুলো যে অসাড়
তিনপায়েতে লাফিয়ে ছাগু ঢুসিয়ে বেড়ায় হেথা
ম্যাতকারেতে করছে বিদিক লিখছে সদাই যা তা
তারপরেও তিনিই প্রভু, লোক দেখানো ব্যান
ফিরে আবার আগের মতোই তিনি ও তার সব ফ্যান
তার চেচানি শুনতে হবে কারণ তিনিই বস
মডুগুলো আগেই ছিলো কর্তৃপক্ষও বশ
ইচ্ছেমতো খেয়ালখুশী নিয়মভাঙার খেলা
এনিয়ে মুখ খুললে জেনো ব্যান হবে এই বেলা
মানুষগুলোর সহ্য নিয়ে উদাস যারা আজি
জেনে রেখো খুব শীঘ্রই পাল্টে যাবে বাজি
ছাগুর দয়ায় হিট বেড়েছে এই খুশীতেই থাকো
বুঝছো না তো মানুষগুলো সঙ্গে পাবে নাকো
মালিক বলে দোষ করেও স্বৈরাচারী ফলাও
সেসব নিয়ে লিখলে পরে ডিলিট মেরে পালাও
ছাগদেবতার পুজো করেই দিন করে দাও কাবার
এই কারণেই সামহোয়ার আজ হয়েছে ছাগখোয়াড়
লিখতে একটা পেজ দিয়েছো মাথা নাওনি কিনে
আমরাও জেনো থাকতে পারি এই ছাগল খোয়াড় বিনে
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




