মাঝে মাঝে
কাউকে ভালবাসতে খুব ইচ্ছে হতো,
ইচ্ছে হতো কারও ভালোবাসা পেতে ।
খুব জানতে ইচ্ছে হতো,
ভালবাসা কেমন?
তারপর হঠাৎ একদিন মনে হলো,
কাউকে ভালবেসে ফেলেছি,
কারও ভালবাসা পেয়েছি।
বুঝলাম না কখন, কিভাবে তা হল?
শুধু মনে হলো,
ভালবাসা
সে বুঝি হঠাৎই হয়।
হঠাৎ করেই ভালবেসেছিলাম,
ঠিক তেমনি হঠাৎ আসা এক ঝড়ে
একদিন তা ভেঙে গেল।
হঠাৎ নিজেকে বড্ড একা মনে হল।।
কিন্তু আমার ভালবাসা তো মিথ্যে ছিলনা,
তার ভালবাসাও তো ছিল সত্য।
তবুও কেন এই নিষ্ঠুর পৃথিবীর জন্য
মৃতু্য হল এক সত্য ভালবাসার?
কেন মৃতু্য হল ভালবাসার কাঙাল দুই হৃদয়ের?
প্রচন্ড কষ্ট আর যন্রনায়,
কেন মরে গেল প্রেমময় দুটি নিষ্পাপ মন?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




