গাধা অথবা হাতি; যেই বিশ্বের মোড়লী করুক না কেন, নিজের দেশের প্রতি তারা খুব ই প্রেমময়! নিজেদের ক্ষুধা; তেলের ক্ষুধা মেটাতে পশ্চিম এশিয়ার শস্যভান্ডার ইরাক কে বানিয়েছে রক্তাক্ত জনপদ! মনিকা'র সাথে ক্লিনটনের চো.... নিয়ে মিথ্যার কারনে ক্লিনটন অভিশংসনের মুখোমুখি হলেও বুশ কিনতু বেচেই যাবেন!
বিপরীতে আমরাঃ সুজলা-শস্যশ্যামলা এই দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। তাদের প্রতীক ও কি আবেগী। নৌকা সুজলা বাংলাদেশের প্রতীক আর ধানের শীষ সুফলা বাংলাদেশের প্রতীক। অথচ কি রকম মাবতা বিরোধী অবস্থান তাদের; দেশ জাহান্নামে যাক-আমাদের পেট ভরলেই হলো। পেট নাহয় ভরলো; মনের ক্ষুধা? তা মিটবে কিসে?
আজকে আওয়ামী লীগ বললঃ তারা ইয়াজুদ্দির অপসারন চাবে। ভালো ভালো। খালি কে. এম হাসান দিয়া শিক্ষা হয় নাই। তাদের ধারনা জমিরুদ্দিন সরকার তাদের জন্য মঙ্গলকর হবে। বলদ আর কাকে বলে?
বিএনপি'র ধারনা, আওয়ামী লীগ না আসলেও নির্বাচন গ্রহনীয় হবে। jack ass!
স্বপ্নে চরকে বুড়ি দেখাও এর চে' সহজ!
আমাদের অবস্থা এখন ছবির এই সিগারেটের মতো। এদেরকে জাতীয় বলদ ঘোষণা করার আর কত দেরী?
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৬ ভোর ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



