মিরপুরের বিহারী ক্যাম্পে শিশুসহ একই পরিবারের প্রায় ৯জন বিহারীকে পুড়াইয়া মারা জায়েজ করতে আপনারা ইতিহাস টানেন, একাত্তর টানেন, ভাষাপ্রেম টানেন। আপনাগো এই সকল টানাটানি দেইখা আমার হাসি পায় আপনাগো লাইগা। হায়রে আপনাগো বাঙালি জাতীয়তা,!!! একটা অন্যায়রে জাস্টিফাই করণের লাইগা কিভাবে আরেকটা অন্যায়ের লিগাসি টাইনা আনেন। খুন আর খুনীর সাফাই গাইতে গিয়া আফনেরা নিজেদেরও অন্যায় খুনের বৈধতার রাস্তা বানাইতাছেন। আপনাগো লাহান উচ্চমার্গীয় নির্বোধ ডিজিটাল আল্ট্রা বাঙালি রাষ্ট্রপ্রেমিকদের প্রতি আমার কেবলি করুণা হয়! দুঃখিত, আপনাগো আমি দেশপ্রেমিক বইলাও মনে করি না, আপনারা না বোঝেন মানুষ, না বোঝেন দেশপ্রেম।
এমন বিপ্লবী, দেশপ্রেমী লইয়া এ দেশ-জাতি কি করিবে? পাকিস্তান-ভারত পুড়ে নাই, ওদের চ্যাটটাও করতে পারিস নাই! মানুষ মরেছে রে...মানুষ! যত্তসব জানোয়ারের দল - যারা পুড়াইছে আর যারা সমর্থন দিয়ে উল্লসিত সবগুলোই!!
একটার পর একটা মানুষকে পুড়িয়ে মারছেন .।।নির্বিকার দেশ ও দেশের প্রশাসন .।।আর আমার মতো সাধারণ মানুষ নির্বিকার না থেকে কি বা করতে পারি.। ? তবে মনে রাখবেন যদি কোন দিন আপনাদেরও এইরকম কিছু হয় তবে সেইদিনও আমি নির্বিকার থাকবো .।।। কারন আমিতো সাধারণ মানুষ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




