আমরা হয়তো কিছুই করতে পারবো না......আমাদের সরকারও কি কিছুই করতে পারবে না্......??? অন্তত তীব্র নিন্দাতো জানাইতে পারে জাতিসংঘে......আরও অনেক কিছুই করতে পারে বাংলাদেশ সরকার... আমার কথা শুনে অনেকেই হয়তো হাসবে...কারন বাংলাদেশ আবার কি করবে ইসরাইলের ??? ইসরাইলের সাথে হয়তো সত্যিই কিছু করতে পারবে না...। কিন্তু বাংলাদেশ সরকার চাইলেই অনেক কিছুই করতে পারে জাতিসংঘের মাধ্যমে ...কীভাবে?? জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বেশী শান্তিরক্ষী বাহিনী পাঠায় বাংলাদেশ এবং বর্তমানে প্রায় দশ হাজার বাংলাদেশী শান্তিরক্ষী কর্মকর্তা জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে কর্মরত আছে...। শুদু একরার সহস করে বললেই হবে এই বর্বরতা বন্ধ না করলে এদের প্রত্যাহার করার কথা...বাকিটা অন্যরা করে দিবে...ভয়ের কিছুই নাই আমাদের কোন কর্মকর্তাকে প্রত্যাহারও করতে হবে না। দুইটা কারনে
১। এতো বেশী সংখ্যক দক্ষ কর্মকর্তা আল্প সময়ে পৃথিবীর খুব কম দেশই পাঠাতে পারবে...।।
২। এটা শুনতে খারাপ লাগলেও বাস্তব খুব এই রকম ঝুঁকিপূর্ণ কাজে কোন উন্নত দেশই তাদের কর্মকর্তা পাঠাবে না ... আমরা গরিব দেশ তাই আমরা আমাদের ওই সাহসী বীর কর্মকর্তাদের এই রকম ঝুঁকিপূর্ণ কাজে পাঠাই...
আরও অনেক কারন আছে...এইদিকে আর কথা বাড়াইলাম না। বাংলাদেশ ওই ঘোষণা দিলে এই ইস্যু সামনে চলে আসবে ...এবং বন্ধ হবে। অনেকই এই বেপারে আমার সাথে হয়তো দ্বিমত হবেন... হয়তো বলবেন এটা করলে দেশের অনেক ক্ষতি হবে...।দেশের কিছু ক্ষতি হবে এতে কোন সন্ধেহ নাই...কিন্তু ভাই শান্তিরক্ষায় আমাদের কর্মকর্তাদের অবদান আজ বিশ্বস্বীকৃত ... ওই শান্তিরক্ষাদের দেশের মানুষ হয়ে কীভাবে এই বর্বরতা মেনে নেয়া যায়?? কোথায়ও আমরা শান্তিরক্ষায় জীবন দিয় আবার কোথায়ও বসে বসে দেখি??আমাদের কিছু জাতি সত্ত্বা থাকাতো দরকার নাকি??আমদের সব শান্তিরক্ষী কর্মকর্তা দেশে চলে আসলেও আমরা মরে যাবো না ...... আন্তত এদেশের কিছু মায়ের কোল খালি হওয়া থেকে বেঁচে যাবে।
অনেক কিছুই বললাম আবেগতাড়িত হয়ে...আমাদের এই রকম পদক্ষেপ নেওয়ার মতো কোন নেতা আছে কিনা জানি না কিংবা আমাদের নেতারা এই বর্বর হত্যাকাণ্ডের কথা জানে কিনা ওইটাইও কথা!!!
সর্বশেষে একটা কথাই বলি ফিলিস্তিনের শিশুহত্যার প্রতিবাদ করার জন্য আপনাকে যেমন মুসলিম হবার দরকার নেই...... তেমনি শিশু হত্যার জন্য কাউকে ইহুদি ও হতে হয় না... অমানুষ হলেই চলে...... এই অমানুষরাই ২য় বিশ্ব যুদ্ধে ইহুদি শিশু মেরেছিল... ৭১ এ বাংলাদেশী শিশুদের হত্যা করেছিল... এখন ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে... আবার এরাই কিন্তু শবেবরাতের রাতে বিহারি ক্যাম্পের শিশুদের হত্যা করেছিল......
এই পৃথিবীর বুদ্ধিমান প্রাজাতিটার কেবল দুইটাই জাত আছে ...... মানুষ আর অমানুষ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




