আমরা সবাই মনে করি ধনী/বড়লোক আত্মীয়-স্বজন থাকা ভালো। বিপদে-আপদে সহযোগিতা নেওয়া যায়। কিন্তু এই ধনী/বড়লোক আত্মীয়-স্বজনদের জন্যই আবার আপনি বিপদে পড়া, লজ্জায় পড়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিরকম তার কিছু উদাহরণ দিলাম:
১। আপনি যদি ধনী আত্মীয়-স্বজনদের কোন উদ্দেশ্য ছাড়াই সুসম্পর্ক রাখেন বা রাখার চেষ্টা করেন, তাদের বাড়িতে পারস্পরিক আসা যাওয়া করেন, তাহলে আপনার অন্য আত্মীয়-স্বজনদের মধ্য গভীর সমালোচনা শুরু হবে। যার প্রধান বিষয় হবে আপনি বিশেষ সুবিধা নেওয়ার জন্য এই সুসম্পর্ক বজায় রাখছেন।
২। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে উপহার দিতে গিয়ে বিড়ম্বনায় পড়বেন। কারন আপনি সেই ধনীদের সমান উপহার হয়ত দিতে পারবেন না।
৩। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে লজ্জায় পড়বেন। কারন এসব অনুষ্ঠানে ধনী আত্মীয়-স্বজনদের সমাদর বেশি করা হবে।
৪। পারিবারিক কোন বিষয় আলোচনা হলে, যার টাকা-পয়সা বেশি তার মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হবে, যদি সেটা যৌক্তিক নাও হয়।
৫। সবচেয়ে বেশি যে বিষয়টাকে পীড়া দিবে সেটা হল, বেশি বড়লোক আত্মীয়-স্বজনদের বাচ্চা কাচ্চাকে অন্যারা বেশি আদর-যত্ন করবে। যেটা আপনিসহ আপনার বাচ্চাদেরও বিব্রত করবে।
৬। তাদের সবকিছুই সবার কাছে ভালো বলে গণ্য হবে, যদিও আসলে সব ভালো না।
বি:দ্র: সর্বক্ষেত্রে এবং সবার জন্য এটা প্রযোজ্য নয়। আমার পর্যবেক্ষণে ভুলও হতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



