আমেরিকায় এক লোক দেখল, একটা কুকুর একটা
মেয়েকে হামলা চালাতে চলেছে। ঐ লোকটি
মেয়েটিকে কুকুরের হাত থেকে বাঁচানোর
জন্য
কুকুরটিকে একটি লাত্থি মারল এবং তাতে কুকুরটি
মারা গেল।
সংবাদপত্রে খবর প্রচারিত হলো, "একজন সাহসী
লোক
কুকুরের হাত থেকে একটি মেয়েকে বাঁচিয়েছে।"
লোকটি তা দেখে বলল, "আমি আমেরিকান
নই।"
তখন সংবাদটিকে এডিট করে বলা হলো, "একজন
বিদেশি একটি মেয়েকে কুকুরের হাত থেকে
বাঁচিয়েছে।"
এরপর ঐ লোকটি বলল, "আসলে আমি একজন মুসলিম।"
তখন গণমাধ্যমে ব্রেকিং নিউজ আসলো- "মুসলিম
সন্ত্রাসীর হামলায় একটি নিরীহ কুকুর নিহত!
যা কিনা একটি মেয়ের সাথে খেলা করছিল!!!
আর এটাই হল বিশ্বরাজনীতি।।।।।। মুসলমানদের কে
মারল না কি করল তাতে তাদের কিছু যায় আসে না।
আর মুসলমানদের হাতে যদি একটা মশাও মারা
যায়,তাহলে সেটা ওদের চোখে জঙ্গিবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


