
ছবি: আজ সকালে সিএমএম কোর্টের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা।
অনুমিত ভাবেই কোটা আন্দোলন রাজনৈতিক আন্দোলনে টার্ন করেছে, দেশজুড়ে সরকার বিরোধী জনগণ ফুঁসে উঠেছে, পুরো দেশ আজ উত্তাল। বর্তমান এই পরিস্থিতি সরকার কতটুকু সামাল দিতে পারে সেটাই দেখার বিষয়। দেশ এবং দেশের বাইরে সরকার বিরোধী জনমত তুঙ্গে, বিগত ১৫ বছরেও বাংলাদেশ আওয়মীলীগ'কে এতটা কোণঠাসা দেখা যায়নি কখনো। অভ্যন্তরীণ কোন্দল, সমন্বয়হীনতা, অনুপ্রবেশকারী সমস্যা বিবিধ কারণে গত এক মাসে বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের ছন্নছাড়া চিত্র দেখা গিয়েছে। চলমান এই পরিস্থিতি নিরসনে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কোটা বিরোধীরা তা নাকচ করে দিয়েছে তারা এখন সরকারের পতন চায়, সব মিলিয়ে পরিস্থিতিতে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। এদিকে সমস্ত ভেদাভেদ ভুলে আগামীকাল (সোমবার) থেকে বাংলাদেশ আওয়ামীলীগ মাঠে (রাজপথে) নামবে এবং চলমান এই আন্দোলনকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে যা সার্বিক পরিস্থিতিতে ভয়াবহ উত্তাপ ছাড়বে। রাজপথেই মূলত সবকিছুর ফায়সালা হবে, রাজপথ যাদের দখলে থাকবে তারাই মূলত আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে।
বাংলার আকাশে আজ দূর্যোগের ঘনঘটা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

