ম. হাসান ভাই, শ্রদ্ধাস্পদেষু,
আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা গ্রহন করুন। অনুগ্রহ করে আমার এই চিঠিটিকে আপনি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতাপত্র হিসাবে গ্রহন করলে আমি দারুন খুশি হবো। আমার মত একজন সামান্য মানুষকে আপনি যে সম্মান এবং ভালোবাসা দিয়েছেন সেটার জন্য আমি প্রচন্ড কৃতজ্ঞ এবং আনন্দিত। আমার যে কোন প্রয়োজনে আপনি নিঃস্বার্থ এবং অসম্ভব বিনয়ের সাথে আমার সাথে ছিলেন। আপনার কাছ থেকে শিখলাম, মানুষ যত বড় হয়, সে তত বিনয়ী হয়।
যদিও বিষয়টি দারুন ব্যক্তিগত কিন্তু আপনার মহানুভবতা, বিনয় এবং আন্তরিকতা এতটাই অসামান্য যে, তা কিছুটা হলেও প্রকাশ করা প্রয়োজন বলেই আমি মনে করছি। এতে ব্লগাররা একজন নিরবে নিভৃতে বাস করা আলোকিত একজন মানুষ সম্পর্কে জানতে পারবে। ছোট একটি উদহারন দিচ্ছি - গত কয়েক বছরে বিভিন্ন নির্দিষ্ট সময়ে নিজের বাগানের ফল, সবজি আরো অনেক কিছু তিনি আমাকে পাঠান। করোনার মধ্যেও বাদ যায় নি। আমি নির্লজ্জের মত সেই সব চুপিচুপি গ্রহন করি আর শুধু একটি শুকনো ধন্যবাদ দিই। গত কয়েক বছর ধরে এইভাবেই চলে এসেছে। আজকেও গভীর রাত্রে তাঁর পাঠানো পার্সেল এসে উপস্থিত।
শুধুমাত্র আপনার এই উপহারের জন্য নয় বরং বিভিন্ন সময়ে আপনার অনেক নিঃস্বার্থ এবং বিনয়ী আন্তরিকতা আমাকে প্রচন্ড নাড়া দিয়েছে, অদ্ভুত কৃতজ্ঞতাবোধে আচ্ছন্ন করেছে। চিঠি খুব একটা লেখা হয় না। তার উপর আমি আবার লেখালেখি একদমই পারি না। তাও সাহস করে দুই চার লাইন লিখলাম। আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা গ্রহন করবেন।
মহান সৃষ্টিকর্তা আপনাকে অসম্ভব ভালো রাখুক এবং নেক হায়াত দান করুক।
বিনীত,
জাদিদ।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৫৪