ইদানিং নিত্য নতুন দিবস চালু হচ্ছে যেমন ফেসবুকে ঢুকে জানতে পারলাম, আজকে নাকি স্ত্রী প্রশংসা দিবস। কিন্তু একজন বিবাহিত মানুষ হিসাবে আমি বুঝতে পারলাম না যে, পহেলা এপ্রিলের অনুষ্ঠান কেন মধ্য সেপ্টেম্বরে করতে হবে।
প্রকৃতিও সম্ভবত এই দিনটি উপলক্ষে কিছু বলতে চেয়ে সামান্য নড়াচড়া দিয়েছিলো আর তাতেই দেখলাম ভুমিকম্পের মাতম শুরু হয়েছে। আজকের দিনে এই ভুমিকম্পের একটি বিশেষ তাৎপর্য রয়েছে বলেই আমার বিশ্বাস।
তবে, আপনি আপনার স্ত্রীর প্রসংসা করেন বা নাই করেন কিন্তু অন্য কেউ আপনার সামনে আপনার স্ত্রীর দোষ ধরতে আসলে ইনিয়ে বিনিয়ে কখনও অপমান করতে আসলে উক্ত ব্যক্তিকে সব কিছু ঊর্ধ্বে উঠে উপযুক্তভাবে ডলা দিন।
যাইহোক, এবার প্রশংসার পালা।
My Beloved Wife
On Wife Praise Day, I want to express my deep admiration and love for you. Your strength, kindness, and beauty never cease to amaze me. You make my life brighter every day. Happy Wife Praise Day, my love.
With all my heart,
Ami.
কৃতজ্ঞতায় - চ্যাট জিপিটি।
ব্যর্থ কবিতাঃ
একটি কবিতা লেখার চেষ্টা করেছিলাম গতরাত। কিন্তু কবি হিসাবে আমি এতটাই বাজে যে, সবাই ভাবছে আমি কৌতুক করছি। আমার বন্ধু বান্ধবী বিশেষ করে নারী বান্ধবীরা এই কবিতার শেষ লাইনে প্রচন্ড প্রতিবাদ জানিয়েছেন। আমার সম্পর্কে তাঁদের সুউচ্চ ধারনা দেখে আমি বাকরুদ্ধ।
কবিতা ছিলো এমনঃ
বুকের বা পাশে যে চিনচিন ব্যাথাকে আমি বিরহ ভেবেছিলাম,
ডাক্তার তা হেসে উড়িয়ে বলল, দুঃখিত! এটা গ্যাসের ব্যাথা।
চোখে বেশ কৌতুক নিয়ে প্রশ্ন করলেন, তা ক’টা প্রেম করলেন?
ক্ষনিক মৌণতার আড়ালে স্মৃতি অন্তর্জালে পরিক্রমণ শেষে বললাম,
আমার অনেক প্রেমিকা ছিলো কিন্তু কখনও প্রেম করা হয় নি।