কেমন হবে PHC'র কর্মকান্ড। তা নিয়ে গতকাল রাত ৮.০০টায় অনলাইনে এক সভার আয়োজন করা হয়। তাতে নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। যেমন- পি এইচ সি ও এনজিওর মত কিছু উদ্যমী মানুষ ।
কিন্তু পার্থক্য হচ্ছে এনজিওতে বেশ সময় ও অর্থ খরচ করা লাগে পি এইচ সিতে সময় ও অর্থ তাই দিতে হবে যা একদম বাড়তি পড়ে থাকে। পি এই স সিতে সিস্টেম এমন হবে এখান থেকে কিছুই নেয়ার কোন সুযোগ থাকবে না। সুতরাং কেউ এটাতে ব্যবসার মত পুজি বিনিয়োগ করবেনা।
যাদের বাড়তি সময় অর্থ আছে তারা তা করবে। যাদের নাই তারা করবেনা।
পি এইচ সির কোন কেন্দ্রিয় ফান্ড হবে না। কারণ কেন্দ্রিয় ফান্ড হওয়ার অর্থই হচ্ছে অফিস, স্টাফ, রেজিস্টেশন। পি এই সি ফান্ড হবে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক। একজন করে ভাল মানসিকতার শিক্ষক, ছাত্র, ছাত্রী, অভিভাবক এই চারজনের নামে ব্যাংক একাউন্ট হবে সেই অঞ্চলের যারা মানবকল্যাণে কাজ করতে চায় তাই ঐ একান্টে ডোনেট করেব। সেখানে এই কার্যক্রম তদারক করবে পিএইচসির একজন প্রতিনিধি। প্রতিনিধি প্যানেলে অনলাইনে তার নাম ও পরিচিতি থাকবে।
যতটা স্কুল, যতটা কলেজ ঠিক ততটা পি এইচ সি একাউন্ট হবে, এই একাউন্টে পি এইচ সি কেন্দ্রিয় কমিটির কোন হাত থাকবে না। এমনকি কেউ যেন পি এইচসির কোন সদস্যকে ব্যক্তিগত ভাবে কোন ক্যাশ ডোনেট না করে তার স্পষ্ট করে দিতে হবে।
পি এইচ সি বড় ধরনের অবদান রাখা শুরু করলে কোন পুরস্কার যেমন নোবেল জাতিয় কোন কিছু গ্রহন করার জন্য নিজেকে উপস্থান করবে না। কারণ এতে ঐ কর্তৃপক্ষ দ্বারা গাইডেড হওয়ার সুযোগ থাকে।
নামটা যে পি এইচ সি হতে হবে এমন কোন কথা নেই। আবার ডোনেট যে ঐ স্কুল ফান্ডে করতে হবে তারও কোন বাধ্যবাধকতা নাই। কয়েকজন মিলেও একটা ফান্ড করতে পারে। মুল কথা হচ্ছে এই যে বিচ্ছিন্ন ভিক্ষাবৃত্তি তা দিয়ে হবেনা।
উদাহরন স্বরূপ এই রাজধানীটাতে যদি ১ লক্ষ গাড়ী চলে প্রতিটিতে যিদ একজন ভিক্ষুক ২ টাকা করেও পায় (গড় হিসেবে) তাহলে ২ লক্ষ্য টাকা। এই দুই লক্ষ টাকা বা তার অনেক বেশি প্রতিদিন ভিক্ষা হিসেবে বিতরন হওয়ার পরও একট ভিক্ষুক ও কি কমেছে। অথচ একসাথ করা হলে অবশ্যই প্রতিদিন ১০০ জন করে মানুষকে ভিক্ষা থেকে পুনর্বাসন করা সম্ভব। ১০০ জন পথ শিশুকে উদ্ধার করা সম্ভব।
কিন্তু এই টাকা মানুষ কাকে বিশ্বাস করে দেবে। এ জন্য প্রয়োজন হবে বহুকেন্দ্রিক স্থানীয় ফান্ড। যা এলাকার লোকজন জাস্টিফাই করার সুযোগ পাবে।
সবার বিস্তারিত পড়তে নিছের লিংকটিতে প্রবেশ করুন-
http://opest.net/1111.post

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



