মা আমি চলে আসবো...
সন্ধ্যা প্রদীপ যখন নিবে যাবে, আঁধার নেমে আসবে..
অনেক হাহাকারের মাঝে কেঁদে উঠা ডাহুক পাখি...
মা আমি চলে আসবো...
সকালের শুকতারা যখন দূরের আকাশে আসবে..
কল্পনার স্বপ্নে যখন, নোনা জলে ভেজবে আখি...
মা চিন্তা কর না, আমি সত্যিই চলে আসবো..
দূরে বহুদূরে ভেসে আসা কণ্ঠস্বর...
সাগরে নোনা জলে, রক্তের সাগর...
চিৎকার কোলহলে গুলির বীভৎস শব্দ!
তার মাঝে ভেসে যাচ্ছে কান্নার শব্দ!
মানবতা আজ তুমি কোথায়???
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৮ রাত ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




