dear blogger,
your post have been deleted due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog.
3b. if the post or picture that contains personal attack, harassment, defamation, vulgarity, profanity, obscenity, name calling or pornography.
৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।
regards,
somewherein blog team.
এই সেই পোস্ট, যাহা ডিলিট খাইয়াছে।
বাংলা ব্লগ দিবস পালন ২০১০ (দৈনিক সংগ্রাম রিপোর্ট)
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ১৬ ডিসেম্বর ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ৩য় বাংলা ব্লগ দিবস উদযাপিত হয়েছে। উল্লেখ্য যে, ২০০৮ সাল থেকে দেশের ১ম বাংলা ব্লগ সাইট সামহয়্যারইনব্লগ তাদের জন্মদিনে এ দিবস পালন করে আসছে।
এবারের ব্লগ দিবসের মুল আয়োজন ছিল চারুকলার সামনে থেকে শোভা যাত্রা। সকাল আটটায় এ র্যালি শুরু হয়। সারা দেশ থেকে প্রায় ৩ হাজার ব্লগার এ র্যালিতে অংশ নেন। শোভাযাত্রা শাহবাগ মোড় থেকে শুরু হয়ে গুলশানে সা-ইন অফিসে এসে থেমেছে। এসময় ব্লগাররা সা-ইনের লোগো মারা ক্যাপ, গেঞ্জি, স্কার্ফ পরে উল্লাস করেন।
দুপুরে পিজা হাটে ব্লগারদের জন্য ব্যুফে পিজার আয়োজন ছিলো। জানা গেছে পুরো অনুষ্টানে স্পন্সর করেছে ওয়াই-আই-এফ, ইয়্যুথ ইস্লামিক ফোরাম বাংলাদেশ। ফোরামের সভাপতি জনাব কামারুজ্জামান ফোনে জানান আগামিতেও এসব অর্থ সহায়তা অব্যহত থাকবে। ওয়াই-আই-এফ এর ভাইস প্রেসিডেন্ট হাসান ইক্রাম ওয়ালি এবং ওয়ামি ভাতৃদ্বয় তাদের বাবা কামারুজ্জামানের পাঠানো বক্তব্য পাঠ করে শোনান।
বিকেলে ভিডিও কনফারেন্সিং্যের মাধ্যমের বিদেশের বিশিষ্ট ব্লগাররা নিজেদের অনুভুতি জানান। মদীনা মুনাওয়ারা থেকে ফজলে এলাহী, ওস্ট্রেলিয়া থেকে সন্ধাবাতি, ইরান থেকে আশরাফ রহমান বিশেষ বক্রত্তিতা দেন।
সন্ধ্যায় ব্লগারদের লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড প্রদান করা হয়। এবারের আজীবন সম্মাননা পুরস্কার প্রাপ্তরা হলেনঃ
১) ত্রিভুজ
২) লোকাল টক/ফিউশন ফাইভ
৩) নুরে আলম
এরপর সাইমুম শিল্পী গোষ্টী বিশেষ সংগীত পরবেশন করে। মধ্যরাত পর্যন্ত অনেক ব্লগার মিলা তিশমার গানের ওপেক্ষায় ছিল বলে জানা যায়।
উল্লেখযোগ্য ব্যাপার হলো, ঢাকায় এবার বিজয় দিবসে তেমন কোনও সভা সমাবেশ দেখা যায়নি। বৃদ্ধদের কেউ কেউ ড্রয়ংটেবিলে অনুষ্ঠান করলেও তরুন্দের বেশিরভাগ মেতে ছিল বাংলা ব্লগ দিবসের উন্মাদনায়। গুটিকয় ব্লগার বিজয় দিবস নিয়ে পোস্ট দিলেও কমেন্টের ঘর শুন্য থেকেছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



