স্রেফ অনিয়মের জন্যই অভিনেতা প্রসেনজিৎ কে হাসপাতালে ভর্তি হতে হল। বুধবার রাতে পেটে অসহ্য ব্যথা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁদের পারিবারিক চিকিৎসক রাজীব শীলের তত্ত্বাবধানে। বৃহস্পতিবার তাঁকে পরীক্ষা করেন গ্যাসট্রোএন্টেরোলজিস্ট কল্যাণ বসু। শুক্রবার সকালে তাঁর এন্ডোস্কোপি হবে। আগের সাপ্তাহের গোটাটাই তিনি ছিলেন শহরের বাহিরে। মুম্বাইয়ে কনফারেনস, হায়দারাবাদে কিছু ছবির কাজ এবং শেষ মুসৌরিতে ঋতুপর্নার পরের ছবির শু্যটিং, অমিতাভ বচ্চনের সঙ্গে। শহরে ফেরার কথা ছিল সোমবার। পারেননি, কারন মুসৌরীতে থাকাকালীনই তাঁর জ্বর এবং টনসিলের ব্যাথা শুরু হয়। বুধবার সকালে নিজেই স্বীকার করেন, গাদা গাদা এন্টিবায়টিকের ধাক্কায় বেজায় কাহিল হয়ে পড়েছেন।
প্রসেনজিতের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, নায়কের শারীরিক শুক্রবার দুপুর পর্যন্ত অনেকটাই স্বাভাবিক। তবে তাঁকে সোমবার পর্যন্ত পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। ডাক্তারদের সঙ্গে কথা বলে মনে হল, পুরোপুরি বিশ্রামে থাকলে সোমবারের মধ্যে উনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, এ কথা বলেছেন নায়কের একজন ঘনিষ্ঠ জন। ডাক্তার অবশ্য বলেছেন, সব কিছুই নির্ভর করাবে শুক্রবারের পরীক্ষার রিপোর্টের উপন। সব রিপোর্ট পেতে শনিবার হয়ে যাবে বলে জানান রাজীব বাবু।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




