শুভ নববর্ষ,
এই ব্লগে এটা আমার প্রথম লেখা। অনেকের মতো লিখতে হয়তো আমি পারিনা - অনেকের ভাবনার সাথে আমার চিন্তা ধারনার বেশ একটা অমিল থেকে যায় তবুও আমি মাঝে মধ্যে লিখি। অক্ষরের ফসিল বাগানে আমি ফলাই কখনো হটাৎ আনকুরা অন্যরকম কিছু বীজ।
দেশ এক ক্রান্তীকাল পেরুচ্ছে, মানবতা লুণ্ঠিত হচ্ছে কাঁকর বিবেকের করুণ চপেটাঘাতে। তারচেয়ে জঘন্য, মানবতার এই বেহিসাব ভুলণ্ঠন কালে আমাদের ধর্ম নিয়ে বিবেক বর্জিত সমাজ বা রাষ্ট্র যন্ত্রের মুড়ল ব্যক্তি বর্গ খেলছে এক পাশবিক পৌতল্লিক খেলা। ধর্ম যেনো ধর্ম নয় হয়ে গেছে জলসা ঘরে নাচের পুতুল। বাংলাদেশে ধর্ম নিয়ে যত বেশী বেলাল্লাপনা হয় পৃথীবির আর কোথাও কি সেরকম হয়? আমার দেশের নেতা গুলো ধর্মকে হাতিয়ার করে নির্বাচনী চরম সেঁতু পেরিয়ে যেতে ইলেকশন এলেই হাতে নেয় ধর্মের তসবিহ, ছুটে যায় উমরাহ পালনে। অথচ ধর্ম গুরুদের কে একটা সফল ধর্মীয় সমাবেশ করার সুযোগটি পর্যন্ত দিতে তারা নারাজ। কোন রাজনৈতিক দল যদি তাদের আখলাক আকিদায় ধর্মকে অনুসরণ করার অঙ্গিকার করে ভীতু ঐ পাঁজিদের নড়ে উঠে বুকের গভীর। ধর্মের আদলে গড়া রাজনীতি বন্ধে তারা হয়ে উঠে পাগল পামর।
আমাদের দেশের নাম বাংলাদেশ আমাদের ধর্মের নাম ইসলাম। দেশের গণতন্ত্র স্বাধীনতা রক্ষা যেমন আমাদের দ্বায়িত্ব ধর্মকে মানা পালন করা এবং জীবনের বিনিময় হলেও ধর্মের মর্যাদা রক্ষা কি আমাদের দ্বায়িত্ব নয়?
আমাদের ধর্ম কি আমাদের ধর্মের অনুশাসন অনুসারে ব্যবহারের সুযোগটি পাবো না আমরা। আমাদের ধর্মকে কি ওরা এভাবেই স্বার্থ হাসিলের নাচের পুতুল করে রাখবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


