ঊনিশ অন্ধকার হয়....
ঊনিশে অন্ধকার হয়
তুমি সেই অন্ধকারের প্রলয় আমার
তোমাকে ভালবেসে
অনায়াসে পর করে দিয়েছিলাম স্বজন সকল
এক অসম্ভব জল প্রহারে নষ্ট বৈশাখ
তাদের দোয়ারে তুমি তছনছ করে দিলে আশার আশ্বিন
ঊনিশ অন্ধকার হয় ঊনিশ অহংকার হয়
অভয়া অরণ্যে ডাকে ঊনিশের উজাড় আকাশ
তুমি সেই আকাশ ভেঙে আধো সবুজের নীলে আড়াল করেছিলে যদি
পুড়ে যাবার দিয়েছিলে নিরবধি ব্যামো
তবে কেন স্বার্থপর শোষক বালক
ঊনিশের উল্লাসগুচ্ছ জনমের পাথেয় করে দিলে
ঊনিশ আসবেনা আর, তুমিও না
তুমি তো নিকৃষ্ট এক ত্যাগের সামান
তথাপি তরঙ্গ এলে মরা নদীর গোপন চিতায়
পিপাসার প্রমত্ত স্রোত ঊনিশ উন্মাতাল করে চোখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


