কাঁটাপথ ঘৃণা সরোবর
ভালভাবে একজনকেই ভালবাসা যায়
অথচ আমার আধেক ঘৃণা তুমি আধেক করুণা গেলাস
ভুল ভাবে বাঁচতে চাইনি
তুমি সেই ভুল হয়ে জানিয়ে দিলে মোর তাবৎ স্বত্তায়
আমার নাকি জীবনে অনিহা প্রবল
ভালভাবে কিংবা ভুলভাবে ভালবাসতে হয় একজনকেই
এবং ঘৃণা সব দিতে হয় আপন আত্মার সেই পাষাণের চিতায়
ভালবাসি তোমাকেই, তুমিই এক ঘৃণার মানুষ
আর যত দেখো বেঁচে থাকা
কাঁটা পথে দিন কাটে স্বভাবের দোষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


