আমি কিছুক্ষন আগে যে পোস্টটি দিয়েছিলাম সেটা কোন বিজ্ঞাপন নয়!
জরুরী ভিত্তিতে কিছু বাংলাদেশী আইটি প্রফেসোনাল খুজছি ! রেফারেন্স নং - বিডি১০২
লিঙ্কটি হলো :
Click This Link
আমি দেশের বাইরে থাকি সেই সুত্রে কখনো কখনো
কিছু জব রেফারেন্স আমার কাছে আসে, তখন অন্য কোন ভাবে সবাইকে জানানো সম্ভব হয় না!
তাছারা এখানে বসে বাংলাদেশ জব সাইটে পাবলিশ করে সেটা ম্যনেজ করা আমার জন্যে খুব সমস্যা তাছারা তার জন্যে বাড়তি খরচ দরকার!
এছারাও আমার নিজের জব আছে সময় বের করা খুব কঠিন,
বাংলাদেশী ভাইদের যদি সামান্য সাহায্য করতে পারি সেই সামান্য ইচ্ছা থেকে আমি এটা করছি !
তাছারা বর্তমানে গ্রুপ, ণেটওয়ার্কের মাধ্যমে এগুলা সবাইকে জানালে সবাই আস্থা পায়, নইলে সবাই নিছক ধান্দাবাজি ব্যবসা মনে করে!
আমি ইতিমধ্যে আমার অন্যান্ন গ্রুপের মাধ্যমে যতদুর সম্ভব সবাইকে জানিয়েছি।
আমি বিশ্বাস করি এক্ষেত্রে আমার লিংকডইন নেটওয়ার্ক সবথেকে ভাল কাজ করবে !
তারপরও এখানে জানাণো আমার বাড়তি দায়িত্ত্ব মনে করেছিলাম!
যায়হোক,
মডারেটর সাহেব, আপনি ওটাকে সরিয়ে মোটেও বিবেচকের পরিচয় দেননি।
আমি আগেও নিজে লক্ষ্য করেছি, এখানে অনেক বিজ্ঞাপন টাইপের ব্লগ বিভিন্ন ভাবে পোস্ট হয়ে থাকে।
সবাই একজন আরেকজন কে শুধুই জানানোর জন্যে সেগুলো পস্ট করে থাকে।
তাও আবার সেগুলো বিভিন্ন বানিজ্যক টাইপের। কিছু কিছু ব্যাপারে নীতি দেখাতে একটু বিবেচনা করার দরকার পড়ে!!
আমাদের অবস্থা, পরনে কাপড় নাই ন্যংটা কিন্তু পায়ে দামি জুতা !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




