১। হাই কোর্ট তাদের ১১০টি হিসাব বন্ধ করেছে। এই হিসাবগুলি কাদের তা জানতে চাই। গ্রাহক/এজেন্ট/কোম্পানির ?
২। তাদের কর্তমানে ইনভেস্ট চালু আছে কিনা ? যদিও আপলাইন বলে আছে কিন্ত ডাউনলাইন তা বিশ্বাস করতে চায়না। তাই এ ব্যপারে বিস্তারিত জানালে খুশি হবো।
৩। সরকার এই প্রতিষ্টানের এ যাবত কি কি ত্রুটি পেয়েছে সে ব্যপারে সঠিক কে কে জানেন ?
৪। অনেকে বলে যে ডেসটিনি, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভের্নর সহ সরকারের উচ্ছ পর্যায়ের কিছু ব্যক্তি/প্রতিষ্ঠানের প্রতিহিংসার শিকার হচ্ছে ইউনিপে২ইউ। এই বিষয় ভালো মন্তব্য চাই।
৫। যদি এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তবে গ্রাহকদের বিনিয়োগের টাকা কে দিবে ?
৬। হায় হায় কোম্পানির বর্তমানে প্রশাসনিক অবস্থ কি ? আর কেনবা মন্ত্রী হায় হায় বলে মিডিয়াতে অপপ্রচার চালিয়েছিলেন।
যদি কেই ভাল জানেন তবে আমাকে এই ব্যপারে সাহায্যে করলে খুশি হবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



