যবুথবু
ঘরের কোনায় থাকা না জানা কেউ
কেউ জানতো না বুঝতো না খুজতো না
দরকার ছিলো না ডেকে ঘুম ভাঙ্গানো
তবু কড়া নাড়া পড়েছিলো
হটাৎ আসা,
কোনও এক ঠান্ডা হাওয়ার।
উঠছিলো তাই, কড়া নাড়ার শব্দে-
শক্ত করে লাগিয়ে দিতে দরজার ছিটকানি।
লাগেনি। ভাঙ্গা ছিলো।
হাওয়া ছিলো না- কড়াও ছিলো ভাঙ্গাচোরা।
খোলা দরজার ঘরে কোনায় পড়ে থাকা
না জানা... বাকিটুকু পড়ুন


