কত কিছুই না দেখাইতাম- তাই না!
দেখো কেমনে কেমনে সময়ের ভারে-
পুরান হইয়া গেলো সব সাদা কাগজ।
শেষ ভাবতে ভাবতে দেখলাম রঙ
শুরুর কাল না ভাবছিলাম রঙ্গীন,
তবু সময় কি শেষে ভাবাইলো,
তা কি লেখা যাইতো যাবে কোনও কাগজে!
সময় ভাবতে ভাবতে কাইটা যায় সবই-
তাও কি সামনে আগাইয়া যাওয়া যাবে!
সময় আগাইলো, তারিখ ফুরাইলো-
তবু অতীত ভাসাইলো না।
যাইবো যাইবো বলতে বলতে-
একদিন তো চইলা যাবোই আমরা
তবু অতীতের ভারে কেমনে
মইরাই যাই দিন দিন মরা মনের ভারে-
আহারে আমার সাধের নীল সে কাল-
আহারে- আমার সাধের জীবন
সেই কালেই মইরা থাকে।
সময় আগাইয়া যায়-
আমার আর আগানো হয় না।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


