
শেখ ও তাজউদ্দিন যদি বুঝতেন যে, ১৬ই ডিসেম্বরের (১৯৭১ সাল ) পর, ১ম বক্তৃতায়, তাঁদেরকে "জাতি গঠনের" উপর কথা বলতে হবে পুরাটা, তা'হলে আজকে আপনিও জানতে পারতেন জাতি গঠন বলতে কি বুঝায়। শেখের ৭ই মার্চের বক্তৃতাটি জাতির জন্য ঐতিহাসিক বক্তৃতায় পরিণত হয়েছে। ১০ জানুয়ারী ১৯৭২ সালে ফিরে আসার পর, তারচেয়েও হাজার গুণ শক্তিশালী ১টি বক্তৃতা দেয়া উচিত ছিলো; সেটা তিনি দেননি; সেটা দিলে আজকে জাতি অনেক উঁচু লেভেলে থাকতো।
শেখ জাতি গঠনের উপর বক্তব্য রাখেননি; কারণ, উনি জানতেন না যে, ঐ বক্তব্যে কি বলার দরকার ছিলো! আপনার মতে ঐ বক্তব্যে কি বলার দরকার ছিলো? আজকে যদি কোথায়ও রাজনৈতিক বক্তব্য রাখার সুযোগ পান আপনি, এবং তাতে জাতি গঠন নিয়ে বলতে হয়, আপনি কি নিয়ে আলাপ করবেন?
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



