
ব্লগে মোল্লার অভাব নেই; কিন্তু অংকে ব্যাচেলর কিংবা মাষ্টার্স নেই। ব্লগার রূপকের লেখা আমি সব সময় পড়ে দেখি, উনার লেখায় সব সময় কিছু একটা মিস করি, লেখার বিষয়গুলো উনি পরিস্কার করতে পারেন না; আমার ধারণা ছিলো উনি অংকে ভালো করেননি স্কুল ও কলেজে। পরে জানলাম, উনি ৪র্থ শ্রেনীতে শিক্ষকের হাতে মার খেয়েছেন "সামজ বিজ্ঞানে"।
ব্লগে হাজার হাজার মোল্লা থাকলেও, বর্তানে ইসলামী স্কলার আছেন ২ জন: (১) মহাজাগতিক ও (২) নতুন নকিব। মহাজাগতিক ভালোবাসার কবিতা ও সনেট লিখেন, কোরানের তফসির জাতীয় কিছু লেখেন ( কপিপেষ্ট ) ও দেশের চলামন রাজনীতি নিয়ে লেখেন। আমার মতে, বর্তমানে সামুর সেরা কবি তিনি। তিনি কিছুটা কম্প্যুটিং শিখেছেন, সেটাই উনার প্রফেশান।
ব্লগার নতুন নকীব আজকেও হজ্ব নিয়ে পোষ্ট দিয়েছেন; আমার মতে, মক্কার মেলায় যাবার জন্য আমাদের দেশের গরীবেরা অনেক কষ্টের টাকা অকারণে ব্যয় করেন। নতুন নকীবের আয় আছে বলে মনে হয়; ফলে উনি কোথায় ভ্রমণে যাবেন, সেটা উনার বিষয়।
অংক না জানলে, ভালো সাহিত্যকও হওয়া যায় না; ড: হুমায়ুন আহমদের সফলতার পেছনে আছে উনার কেমেষ্ট্রিতে পিএইচডি। না'হল তারকারী ভবেরচরে নানীর বাড়ী থেকে রাজনীতিতে মাষ্টার্স করেছেন, কোন বিষয় সঠকভাবে লিখতে পারেন না, কমেন্টগুলোো টং দোকান।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৫ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



