
ব্লগার চাচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে! আমরা উনার সাথেই আছি; চলুন সবাই মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করি।
আওয়ামী লীগ শুধু নিজামী, মুজাহিদ ও মীরকাশেম আলীকে যে ফাঁসী দিয়েছিলো তা নয়, তারা আইয়ুব খানের গদি উল্টায়ে দিয়েছিলো! আইয়ুব খান ১৯৬৮ সালে আওয়ামী লীগকে নিষেধ করতে চেয়েছিলো।
এখন শিবির আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য চেষ্টা করছে। মাঠে আওয়ামী লীগ নেই; কিন্তু ওরা ফিরে আসবে; ইহা শিবির দেখছে না; কারণ, শিবির ভাড়াটিয়া খাটতে গিয়ে দেশ পেয়ে গেছে কিছুদিনের জন্য। তারা মনে করেছে যে, তারা আমেরিকান সৈন্য বাহিনী হয়ে গেছে।
বিএনপি'কে গত ক্যু'তে আমেরিকান দুতাবাস যোগ করেনি; ফলে, বিএনপি ঠিক জামাত-শিবিরের মতো লাফালাফি করছে না; তারা জানে যে আওয়ামী লীগ ফিরে আসবে।
আমেরিকান দুতাবাস কি করছে, তা বিএনপি'র ২/১ জনকে জানতে দিচ্ছে; সেজন্য বিএনপি'র মুল নেতারা শিবিরের সাথে লাফালাফি করছে না; যদি আমেরিকানরা সিগন্যাল দেয়, বিএনপিও সুর তুলবে।
২/১ জন ভুয়া ব্লগার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। বয়স্ক-ছাগল বাঘ-ভালুক চেনে, ছাগলের বাচ্চা বুঝে না কোনটা বাঘ, কোনটা ভালুক; তাই খালি মাঠ পেলে ছাগলের বাচ্চা লাফালাফি করে।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



