
আমেরিকান ক্যু'এর পর, ১০ মাস প্রস্তুতি নিয়ে ১৯৭১ সালের পরাজিত শক্তি গতকাল (১০ই মে, ২০২৫ ) বাংলাদেশে গ্বহযুদ্ধের ডাক দিয়েছে। ১৯৬৮ সালে আইয়ুব খান অনেক প্রস্তুতি নিয়েছিলো, ১৯৬৯ সালে সে পরাজিত হয়েছিলো। ১৯৭১ সালে ইয়াহিয়া খান অনেক প্রস্তুতি নিয়ে আক্রমণ করেছিলো, তাতে যোগ দিয়েছিলো বাংগালী চেহারার ২০ ভাগ বিশ্বাসঘাতক, তারা ৯ মাসে পরাজিত হয়েছিল। ১৯৭১ সালের পরাজিত শক্তি এরপর বারবার আমেরিকান ক্যু'এর পক্ষে থেকে জাতিকে দখল করেছিলো ও কয়েকবার পরাজিত হয়েছে। এবারো পরাজিত হবে।
পাকিস্তানী লস্কর তৈয়বা, জোহ ই মোহাম্মদ, পাকিস্তানী তালেবানের বেশ বড় সংখ্যক জংগী এখন বাংলাদেশ অবস্হান করছে; এরা মোল্লা, পুলিশ ও আনচারের কাপড় চোপড় পরে রাস্তায় চলাচল করছে রাতে। কিছু তরুণ শিবির আমেরিকা ও ইউরোপ থেকে দেশে ফিরেছে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৫ বিকাল ৫:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



