
বারবার আমেরিকান ক্যু'এর ফলে ৫৫ বছর পর, বাংলাদেশে কোন নির্বাচিত সরকার নেই; দেশ সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনী নিজেই আমেরিকার হাতে। সরজমিনে দেশ মৌলবাদী ও জংগীদের দখলে আছে। এবারের আমেরিকান ক্যু'কে এমনভাবে ডিজাইন করেছে যে, দেশের মানুষ যাতে ইহাকে ছাত্রদের আন্দোলন হিসেবে নেয়! তারা সফল হয়েছে।
মাঠ দখলের জন্য আমেরিকান দুতাবাস জাতির বিশ্বাসঘাতকদের ট্রেনিং দিয়ে মাঠে নামায়েছিলো, সেনাবাহিনীকে লো-প্রোফািলে রেখেছে। এই ক্যু'টি ছিলো শেখ হাসিনার সরকারকে সরাতে। সেটা সফল হয়েছে; কিন্তু দেশ সাময়িকভাবে চলে গেছে ১৯৭১ সালের পরাজিতদের দখলে; জাতি এখন পুরোপুরি লেবানন কিংবা ইয়েমেনের মতো ষ্টেটাসে আছে।
আমেরিকান দুতাবাস নিশ্চয় জামাত-শিরিরকে ভালোবাসে না; কিন্তু দেশ এখন মৌলবাদী ও জংগীদের দখলে! জাতি কিভাবে দেশ ফেরত পাবে? জাতি কিভাবে দেশকে নিজেদের হাতে আনতে পারবে?
হামাস ফিলিস্তিনকে কোথায় নিয়ে গেছে? লেবানন আসলে কার হাতে? ইয়েমেন কি সাধারণ মানুষের দেশে, নাকি হুতি জংগীদের দেশ?
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



