
১৫ই আগষ্ট যাদের হত্যা করা হয়েছিলো, সেই লিষ্টে শেখ হাসিনার নাম ছিলো; ষেই সময় সে দেশে অনুপস্তিত ছিলো। ১৭ই মার্চ, ১৯৮১ সালে যেদিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরেছিলো, সেদিনও তার নাম লিষ্টে ছিলো ও হত্যাকারীরা বাংলাদেশে প্রস্তুত ছিলো; কিন্তু তাকে হত্যা করা সম্ভব হয়নি মাত্র ১ জন মানুষের কারণে, তিনি হলেন ইন্দিরা গান্ধী।
আজকেও কয়েক কোটী মানুষের লিষ্ট উনার নাম আছে, যারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়; কয়েক কোটী মানুষের কাছে লিষ্ট আছে; কিন্তু শেখ হাসিনা ইন্দিরার দেশে গিয়ে বেঁচে আছে। কয়েক কোটী জল্লাদ তাদের নিজের ইচ্ছা পুরণ করতে পারছে না; এরা হায়েনার মতো অপেক্ষা করছে।
শেখ হাসিনা কিভাবে বেঁচে ছিলো এতো হত্যাকারীর মাঝে? ১৫ই আগষ্ট, ১৯৭৫ সাল থেকে ৩৬শে জুলাই ২০২৪ সাল অবধি কোটী হত্যাকারী থেকে বেঁচে থাকা! নিশ্চয় ইহা ছিলো বিশাল ব্যাপার! আরো কিছু সময় বেঁচে থাকবে; আর কয়েক কোটী হায়েনা অপেক্ষা করতে থাকবে; ইহাও ইন্টারেষ্টিং ব্যাপার; বেশ কয়েক কোটী জল্লাদ নিয়ত আমাদের সমাজে বেঁচে আছে ১টা বড় ধরণের হত্যা করার আশা নিয়ে!
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২৫ বিকাল ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



