
ট্রাম্প গত ২দিন ট্রাম্প আরবে ডাকাতী করে বেড়াচ্ছে! প্রিন্স সালমান ও সোদী শিয়লেরা ট্রাম্প থেকে আরো ধুর্ত, কিন্তু উপায় নেই, রাজতন্ত্র চালু রাখতে হলে আমেরিকাকে ভাগ দিতে হবে; গতকাল, ট্রাম্প সৌদী থেকে ৬০০ বিলিয়ন ডলারের অর্ডার নিয়েছে।
আজকে ঢুকেছে কাতারে; কাতার ভয়ে ১ সপ্তাহ আগে ট্রাম্পকে ৫০০ মিলিয়ন ডলারের বোয়িং বিমান উপহার দিয়েছে; সেটা গ্রহন করে ট্রাম্প আমেরিকার সংবিধানের নিয়ম ভেংগেছে; আমেরিকানরা এখন তাকে থামাতে পারছে না; তবে, ৪ বছর পর, তার বিচার শুরু হবে।
ট্রাম্প রাজকীয় ডাকাত; আরবের রাজা, খলিফা, সুলতানরা হচ্ছে "ইসলামিক ডাকাত", যাদের বুদ্ধিমত্তা প্রাকৃতিকভাবেই কম। কাতার থেকেও কমপক্ষে ২০০ বিলিয়নের মতো ডাকাতী ( অর্ডার ) করবে।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



