
১৯৭৩ সালের ইলেকশান থেকে ২০২৪ সাল অবধি, দেশে ৪২০০ এমপি নির্বাচিত হয়েছিলো; এদের মাঝে, আপনার মতে কতজন এমপি দেশের জন্য অবদান রেখেছেন বলে আপনার ধারণা? আপনার ভাবনাুসারে, যেই কয়জন দেশের জন্য অবদান রেখেছেন, তাদের নাম আমার ভাবনার সাথে মিলে কিনা, দেখুন।
আমার মতে, ৩ জন এমপি অবদান রেখেছিলেন: (১) শেখ সাহেব (২) তাজউদ্দিন সাহের (৩) বেগম মতিয়া।
এবার বলুন, শেখ হত্যা কি জাতির জন্য ভালো ছিলো? যারা শেখকে হত্যা করেছিল, তারা কি জাতীয় বীর ছিলো, নাকি ক্রিমিনাল ছিলো? আপনার ভাবনা মতে যা হয়, আপনি ভেবে দেখুন আপনি কি সঠিক, নাকি আপনার ভাবনা ক্ষতিকর। জেনারেল জিয়া কি দেশকে সমস্যা থেকে মুক্ত করেছিলো, নাকি দেশকে মিলিটারীর ও ব্যুরোক্রেটদের দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলো?
এরশাদ যে ক্যুটি করেছিলো, উহা কি জাতীকে সাহায্য করেছিলো, নাকি একটি নির্বাচিত সরকারের পতন ঘটায়েছিলো? এই ব্যাপরে আপনার মতামত কি?
এবার যেভাবে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হয়েছে, ইহা কি জাতীয় আন্দোলন, নাকি আমেরিাকর ক্যু? ইহা আন্দোলন হলে, ইহাতে কি ড: ইউনুসের ভুমিকা ছিলো? আর যদি ইহা ক্যু হয়ে থাকে, ইহাতে আপনি ড: ইউনুস, পাকিস্তান ও জামাত-শিবিরের ভুমিকা আছে বলে মনে করেন?
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২৫ ভোর ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



